হোম > সারা দেশ > নোয়াখালী

জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

জামালপুর জেলার সদর উপজেলার ছইলাবাদ এলাকা থেকে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি সাঈদ আনোয়ারকে (১৮) নোয়াখালীতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১-এর একটি দল। 

আজ রোববার সকালে র‍্যাব-১৪-এর মাধ্যমে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল শনিবার রাত ১১টায় বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ আনোয়ার জামালাপুর সদর উপজেলার হাজীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

র‍্যাব-১১, সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছইলাবাদ এলাকা থেকে আনোয়ার চার-পাঁচজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশায় স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে তার এক খালাতো ভাইয়ের বাসায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার পরিবারকে সেদিনের ঘটনার কথা জানালে গত ২৬ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। 

কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে জামালপুর থেকে নোয়াখালী এসে আশ্রয় নেন আনোয়ার। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চৌমুহনী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে র‍্যাব-১৪, সিপিসি-১-এর মাধ্যমে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের