হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে শিশুকন্যাসহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে এক গৃহবধূ ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়ি থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  

মৃত মা-মেয়ে হলেন রাবেয়া বসরি রাহি (২৭) ও চার বছরের শিশুকন্যা মাইশা আক্তার। রাহি ওই বাড়ির রুবেলের স্ত্রী এবং মাইশা তাঁর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রুবেল রাহিকে বিয়ে করেন। এটি ছিল রুবেলের দ্বিতীয় বিয়ে। ১০ জুন রাহি তাঁর বোনকে মোবাইলে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করবেন বলে জানান। রাহির অভিযোগ ছিল, তাঁর স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করেন। তাঁর অন্য দুই ভাই নতুন ঘর করলেও তাঁর স্বামী কোনো ঘর করতে পারেননি। সংসারের দিকে তেমন খেয়াল রাখেন না। রুবেল তাঁর বোনদের বেশি সহযোগিতা করতেন বলে অভিযোগ ছিল স্ত্রীর।

স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক ঘটনার জেরে রাহি স্বামীর ওপর অভিমান করেন। বাড়ির অন্য সদস্যরা দাওয়াত খেতে যাওয়ার সুযোগে বিকেলের কোনো এক সময় মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাহি। পরে রুবেল বাড়ি ফিরলে তাঁদের শয়নকক্ষের আড়ার সঙ্গে দুটি রশিতে ঝুলন্ত অবস্থায় পান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ