হোম > সারা দেশ > নোয়াখালী

বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন তিন শতাধিক কবরের কারিগর শেকা মিয়া

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া। ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরজুবিলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরামত আলী দফাদার বাড়ির বাসিন্দা রাজা মিয়ার ছেলে। রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

স্থানীয় সূত্র জানায়, শেখ আহমদ এলাকায় ‘কবর খোঁড়ার মানুষ’ হিসেবে পরিচিত ছিলেন। আশপাশের গ্রামে কেউ মারা গেলে পারিশ্রমিক ছাড়াই কবর খুঁড়তে ছুটে যেতেন। জীবদ্দশায় তিনি তিন-চার শতাধিক মানুষের কবর খুঁড়েছেন।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, শেখ আহমদ তাঁর বাড়িতে একটি টিউবওয়েল বসিয়েছিলেন। ওই টিউবওয়েল পর্যন্ত বৈদ্যুতিক বাতির সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পড়ে গিয়ে মাথায় আঘাত পান। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজুবিলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, ‘শেখ আহমদের কাছে কবর খোঁড়া যেন এক নেশা ছিল। নিখুঁতভাবে তিনি কবর খুঁড়তেন।’

নিহতের বড় ছেলে কেফায়েত বলেন, ‘বাবা বিনা পারিশ্রমিকে বহু মানুষের কবর খুঁড়েছেন। এটাই ছিল তাঁর শান্তি।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। পরে আমরা জেনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।’

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ