হোম > সারা দেশ > নোয়াখালী

সবজিখেত থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সবজিখেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখি (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন।

মৃত জান্নাতুল ফেরদৌস পাখি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

মৃতের ভাই কাউছার বলেন, ‘আমার বোন স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি বাবার বাড়িতে থাকতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি নামে আমার অপর বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বপুর গ্রামের মিনা হাজিবাড়ি-সংলগ্ন সবজিখেতে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে ওসি কাজী সুলতান আহছান উদ্দিন বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বিশেষ কোনো তথ্য দিতে পারেনি। তবে ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ায় কারও সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে তাঁর পরিবার।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা