হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে অস্ত্র, গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ এনামুল হক মানিক (৩১) নামের আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে নোয়াখালী-ফেনী মহাসড়কের মোক্তার বাড়ির ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

গ্রেপ্তার এনামুল হক মানিক জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে নোয়াখালী-ফেনী মহাসড়কের রসুলপুর ইউনিয়নের বায়তুল জামে মসজিদসংলগ্ন মোক্তার বাড়ির ব্রিজ থেকে ডাকাত সদস্য এনামুল হক মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, গ্রেপ্তার আসামি আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির