হোম > সারা দেশ > নোয়াখালী

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি

নোয়াখালী প্রতিনিধি

অভিযুক্ত সাখাওয়াত উল্লাহ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে সাখাওয়াত উল্লাহ (৩৮) নামের এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আজ শনিবার সকালে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক চাটখিলের একটি মহিলা মাদ্রাসায় কর্মরত। তার গ্রামের বাড়ি হাতিয়ায়। ভুক্তভোগী মাদ্রাসার আবাসিক ছাত্রী।

জানা গেছে, গত বুধবার রাতে ওই ছাত্রীকে কৌশলে অন্য ছাত্রীদের কাছ থেকে ডেকে আনেন শিক্ষক সাখাওয়াত উল্লাহ। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে সাখাওয়াতের বিরুদ্ধে। বিষয়টি ভুক্তভোগী অন্য শিক্ষকদের জানালে আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন শুক্রবার রাতে ওই শিক্ষককে পিটুনি দিয়ে আটেক রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ হেফাজতে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত শিক্ষক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি চিকিৎসাধীন রয়েছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা