আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির প্রবেশপথ সংলগ্ন বসুরহাট-দাগনভূঞা সড়কের পাশ থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) পৌনে ৪টায় বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভুঞা সড়কের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিএনজি যোগে অজ্ঞাত ২ / ৩ জন ব্যাক্তি সড়ক ও সেতু মন্ত্রীর বাড়ির সামনের সড়কের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উত্তর দিকে চলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, মেয়র কাদের মির্জার সহধর্মিণী আক্তার জাহান বকুলের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনস্থলে যাই। ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককলেট,১টি শটগানের কার্তুজ ও ১টি বিস্ফোরিত ককলেটের খোসা উদ্ধার করা হয়।
মেয়র কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।