হোম > সারা দেশ > নোয়াখালী

বিশেষ কায়দায় জুতার ভেতর ইয়াবা, যুবক কারাগারে 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহজাহান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর পায়ের জুতা থেকে ১ হাজার ৪০০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আজ সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। 

আটক শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার আলী হোসেনের ছেলে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালানো চট্টগ্রাম ও ফেনী হয়ে নোয়াখালীতে আসছে এ সংবাদে গতকাল রোববার মধ্য রাতে ফেনী-নোয়াখালী সীমান্ত এলাকার সেনবাগের সেবারহাট বাজারে চেকপোস্ট বসায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন প্লাসের একটি বাস চেক পোস্ট পার করলে এতে মাদক আছে এমন তথ্যে পিছু নেয় মাদকদ্রব্য অধিদপ্তর। পরে বাসটি মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে এসে থামলে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী শাহজাহানের দেহে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় পরিবহন করা ১ হাজার ৪০০টি ইয়াবা জব্দ করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই কায়দায় ইয়াবা আনার সময় কয়েক দিন আগে এক সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছিল। আজ আরও একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিরা প্রতিদিন তাদের কৌশল পরিবর্তন করছে। আমরা তাঁদের ওপর প্রতিনিয়ত নজরদারি রেখেছি।’

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান