হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি জব্দ, আটক ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মিয়ানমার থেকে নৌপথে অবৈধভাবে আসা পাঁচ টন কফি পাউডার জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে কাভার্ড ভ্যানসহ কফিগুলো জব্দ করে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে দুটি কাভার্ড ভ্যান মাইজদী প্রধান সড়কের উদ্দেশে রওনা দিলে তাদের গতিবিধি সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে একটি কাভার্ড ভ্যান পালিয়ে গেলেও অন্যটি সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে প্রায় পাঁছ টন কফির পাউডারসহ কাভার্ড ভ্যানটি আটক করে। এ সময় চালক ও তাঁর সহকারী কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি।

পুলিশের ধারণা, মিয়ানমার থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কফি চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো হাতিয়ার জনতার ঘাট থেকে কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জব্দ পাউডারগুলো কফির পাউডারই মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান