দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ পুলিশের সদস্যরা এই আদেশ দেন। এতে বন্ধ রয়েছে উপজেলার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী পারাপার।
সকাল থেকে নৌ পুলিশের সদস্যদের নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায়। ঘাটে ছোট নৌযানগুলো নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন তাঁরা।
এদিকে হাতিয়ায় সকাল থেকে আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে এসেছে। মাঝেমধ্যে বৃষ্টি হতে দেখা গেছে। সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা তিন নম্বর সতর্কসংকেতের আওতায় আছে। এ জন্য নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।