হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে সুপেয় পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা।

এ সময় সড়কে খালি কলসি রেখে প্রতিবাদ জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, আঞ্চলিক ব্যবস্থাপক জাকির হোসেন, উন্নয়ন কর্মকর্তা কেফায়েত উল্লাহ, সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরও অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গত কয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যা চলতি বছরে প্রকট আকার ধারণ করেছে। সুপেয় পানি রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে।

বক্তারা আরও বলেন, সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মৃত খালটি পুনঃখনন করতে হবে। খালে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে ২ লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে। এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমে যাবে।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের