হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে ট্রাক্টর চাপায় মো. বাদল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই যাত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাদল রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদিনগর গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই বন্ধুসহ মোটরসাইকেলে রাজগঞ্জ বাজারের দিকে আসছিলেন বাদল। সন্ধ্যায় বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছার পর সামনে থাকা ইটবাহী একটি ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে সড়কে পড়ে যান মোটরসাইকেলের তিন আরোহী। এ সময় বাদল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল থেকে পড়ে আহত হন তাঁর সঙ্গে থাকা অপর দুই আরোহী।

স্থানীয়রা জানিয়েছেন, বাদলের বুকের ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন