হোম > সারা দেশ > নোয়াখালী

ময়মনসিংহের যুবকের মৃতদেহ মিলল নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার একটি বিল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তাঁর নাম আবুল বাশার (২২), বাড়ি ময়মনসিংহে। 

আজ শুক্রবার বিকেলে সোনাইমুড়ীর বরলা এলাকার রেললাইনের পশ্চিম পাশের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাশার ময়মনসিংহ জেলার দোবাউরা থানার দুধনই এলাকার আবুল কাশেমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশের একটি বিলের মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পায় লোকজন। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। তবে ঘটনাস্থলে কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও তাঁর পরনের লুঙিতে গুজানো থাকা মোবাইলের সূত্র ধরে পরবর্তীকালে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এ এলাকায় শ্রমিকের কাজ করতরন। ধারণা করা হচ্ছে, বন্যার সময় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছে, ঘটনাটি তিন–চার দিন আগের হবে। ময়মনসিংহ থেকে নিহতের পরিবারের সদস্যরা আসছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা