হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান, ওই তরুণের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার জাহিদ হাসান সৌরভ (১৯) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। 

র‍্যাব জানায়, চৌমুহনী পৌর হাজীপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জাহিদ হাসান সৌরভ তাঁর লোকজন নিয়ে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালিয়ে একটি বন্দুক জব্দ করা হয়। তবে এ সময় তাঁর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, সৌরভ উপজেলার বিভিন্ন স্থানে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্রসহ আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা