নোয়াখালীর চাটখিলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুপক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংবাদকর্মী ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এশিয়ান টিভির ক্যামেরপার্সন সাজ্জাদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কাউন্সিলে জাহাঙ্গীর কবিরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, র্দীঘ ৮ বছর পর আজ সকালে উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।
পরে বিকেলে নতুন কমিটি গঠনের জন্য উপজেলা পরিষদ ভবনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে নতুন সভাপতি, নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক করা হয়। সেই সঙ্গে সহসভাপতি পদে বেলায়েত হোসেনের ও সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ উল্লার নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই পদ বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজণা দেখা দেয়।
একপর্যায়ে উপজেলা চত্বরে পদ প্রাপ্ত ও বঞ্চিত নেতাদের সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি ককটেলও বিষ্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক জন পুলিশ ও ছবি ধারণ করতে গিয়ে আহত হন একজন সংবাদ কর্মী। পরে একাধিক বার লাঠিপেটা করে পুলিশ।