হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় পুরোনো মাছঘাটের পাশে নতুন ঘাট তৈরির প্রতিবাদে মানববন্ধন

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

আজ সোমবার সকালে সূর্যমুখী মাছঘাট প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন উত্তর পাড়ের ঘাটসংশ্লিষ্ট পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় ৩০ বছরের পুরোনো সূর্যমুখী মাছঘাটের পাশে নতুন ঘাট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও জেলেরা। আজ সোমবার সকালে সূর্যমুখী মাছঘাট প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন উত্তর পাড়ের ঘাটসংশ্লিষ্ট পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা।

আজ সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সূর্যমুখীর এই মাছঘাট তিন দশকের পুরোনো। দীর্ঘদিন ধরে এখানকার ব্যবসায়ী ও জেলেরা শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে আসছেন। হঠাৎ একটি মহল ঘাটের ঠিক পাশে খালের দক্ষিণ পাড়ে নতুন মাছঘাট তৈরি করছে, যা অনাকাঙ্ক্ষিত বিরোধ ও সংঘাতের সূত্রপাত করতে পারে।

তাঁরা আরও বলেন, নতুন ঘাটটির কার্যক্রম দ্রুত বন্ধ না করা হলে তা ব্যবসায়ী ও জেলে সমাজে বিভাজন তৈরি করবে, যা ভবিষ্যতে বড়ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এই অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সূর্যমুখী মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক নান্টু, ব্যবসায়ী মো. ইব্রাহীম, মো. শরীফ উদ্দিনসহ অনেকে।

মানববন্ধন উপলক্ষে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ী, ঘাটশ্রমিক, খুচরা বিক্রেতা ও জেলে পরিবারের সদস্যরা ঘাট এলাকায় জড়ো হতে থাকেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সূর্যমুখী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা