হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাইফুল ইসলামের (৩৮) বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একই ঘটনায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এই অভিযোগগুলো করেন।

অভিযুক্ত সাইফুল ইসলাম একসময় চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কদমতলা এলাকার দুবাইওয়ালা রফিকের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ৭টা চুক্তি হয় তাতে আমার দেশের কল্যাণে একটাও আসবে না। এমনি কি তারা চুক্তির বিষয়েও ঢাক-ঢোল পিটিয়ে কিছু বলে নাই। শুধুমাত্র স্বামীর গুণগান ছাড়া স্ত্রী সাংবাদিকদেরকে আর কিছুই বলে নাই। তবে ওই চুক্তিটা না হলেও স্বামীর সংসার দীর্ঘায়িত করতে প্রচুর অনুরোধ করেছেন। এখন স্বামী চিন্তা করে দেখবেন দাম্পত্য জীবন তাদের কেমন উপভোগ্য ছিল।’

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বলেন, ‘ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীসহ পুরো দেশকে অপমান করেছেন সাইফুল ইসলাম। তাই তাঁর বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি।’

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, লেখাটি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার দুপুরে ফেসবুক ওয়াল থেকে লেখাটি সরিয়ে দেন সাইফুল ইসলাম।

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬