নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে হরলাল পাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হরলাল পাল পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরলাল পালকে বাজার থেকে সবজি আনতে বলা হয়। কিন্তু তিনি বাজারে না গিয়ে বাড়ির পাশে হাজীপুর গ্রামে কচুর লতি তুলতে যান। এ সময় সড়কে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম নিজাম উদ্দিন বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার বিষয়ে কেউ আগে থেকে আমাদের জানায়নি। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টেকনিক্যাল টিম পাঠানো হয়েছে। দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ-সরবরাহ স্বাভাবিক করা হবে।’