হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।   

আহতরা হচ্ছে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদারবাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কোহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার (৯), মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহানা (১০)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশাযোগে বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল যাত্রীরা। পথে তাদের অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে অটোরিকশার ভেতরে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়

বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অগ্নিদগ্ধের মধ্যে কোহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, দগ্ধদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ ভাগ পুড়েছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা