হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।   

আহতরা হচ্ছে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদারবাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কোহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার (৯), মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহানা (১০)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশাযোগে বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল যাত্রীরা। পথে তাদের অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে অটোরিকশার ভেতরে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়

বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অগ্নিদগ্ধের মধ্যে কোহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, দগ্ধদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ ভাগ পুড়েছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ