হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহেদুর রহমান দিপুকে (৫০) একটি পাইপগানসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শনিবার রাতের দিকে উপজেলার পূর্ব অনন্তপুর এলাকায় একটি গ্যাসের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু একলাশপুর ইউনিয়নের পশ্চিম অন্তপুর গ্রামের পঞ্চায়েতবাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে। তিনি সদ্য বিদায়ী একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানায়, পূর্ব অনন্তপুর এলাকার ‘আনন্দধারা এলপি গ্যাস’ নামের একটি দোকানে কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের গোপন খবর পেয়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকে সাহেদুর রহমান দিপুকে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে দোকানের সিলিংয়ের ওপর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসরাফ উদ্দিন জানান, সাহেদুর রহমান দিপুর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬