হোম > সারা দেশ > নোয়াখালী

শিক্ষক-শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে শাহিদ (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত যুবক স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত। শাহিদ উপজেলার মধ্য জিরতলী গ্রামের জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহিদসহ কয়েকজন যুবক জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। প্রতিদিন বিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টা করত। তাদের বাঁধা দিতে আসলে লোকজনকে মারধর করত। এসব ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিবাদ করলে গত কয়েক দিন ধরে নারী শিক্ষকদেরও বিভিন্নভাবে উত্ত্যক্ত করা শুরু করে তাঁরা। 

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আমরা বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর থেকে অভিযুক্ত শাহিদকে আটক করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা ও উত্ত্যক্ত করার অপরাধে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘দণ্ডপ্রাপ্ত ওই যুবক স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান বলে একাধিক সূত্রে জানা গেছে। এসব ঘটনার সঙ্গে তাঁর দলের আরও কয়েকজন জড়িত আছে। অপর অভিযুক্তদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬