হোম > সারা দেশ > নোয়াখালী

ট্রেনের দাবিতে নোয়াখালীতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে রেললাইনে অবস্থান নেয় ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

আজ রোববার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে রেললাইনে অবস্থান নেন ছাত্র-জনতা। উপকূল ট্রেনটি অবরুদ্ধ রাখায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

আন্দোলনকারীরা জানান, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনো তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। এর ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করার আরও সুযোগ পাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ অজানা কারণে ট্রেনটি চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে কোনো আশ্বাস না পেলে আরও কঠোর আন্দোলন করা হবে।

অবরুদ্ধ ট্রেনে থাকা যাত্রীরা বলেন, সাময়িক ভোগান্তি হলেও আমরা এ দাবির পক্ষে একমত। দ্রুত নতুন ট্রেনটি এই রুটে চালু করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

মাইজদী কোর্ট স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। দেড় ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ৭টার পর সেটি ছেড়ে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা