হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ললিতা বালা দাস (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিমন্দির এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ললিতা বালা কালিমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী। দুই ছেলে দেশের বাইরে থাকায় তিনি বাড়িতে একা থাকতেন। 

দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ। তিনি বলেন, ‘বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, ললিতা বালার দুই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে ওমানে থাকেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে খেয়ে নিজের বসতঘরে একা ঘুমিয়ে পড়েন তিনি। আজ শনিবার ভোরে স্থানীয় লোকজন তাঁর ঘরে আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরসহ ললিতা বালা দগ্ধ হয়ে মারা যান। 

হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে তাঁদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ঘরের ভেতরে থাকা এক নারী পুড়ে ছাই হয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের