হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচর থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা আটক 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ৬ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-হাসিনা বেগম (৩৭), সাইফুল ইসলাম (১১), আলমার জাহান (৩৩), মো. ইয়াছিন (৩), রোজিনা আক্তার (১৯) ও মো. আজিজ (১)। তাঁরা সবাই একই পরিবারের সদস্য এবং ভাসানচরের ৭৬ নম্বর ক্লাস্টারের বাসিন্দা। 

জানা যায়, ভাসানচরে আসার আগে আটককৃতরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। জীবিকা নির্বাহ ও স্বাধীনভাবে জীবনযাপন করতে ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তাঁরা। 

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, আজ বুধবার রোহিঙ্গা ক্যাম্পের দালালের সহযোগিতায় তাঁরা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এ সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাঁদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে দুপুরের দিকে স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, আটককৃতদের মধ্যে ৩ শিশু ও ৩ নারী রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মাধ্যমে তাঁদের ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হবে। 

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির