হোম > সারা দেশ > নোয়াখালী

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সিফাত হোসেন (২৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন বেশ কয়েকজন যাত্রী । গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সিফাত হোসেন (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রম করেছিল। এ সময় একটি এক্সকাভেটর (খননযন্ত্র) নিয়ে একই দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সকাভেটর বহন করা ট্রাক্টরটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় এক্সকাভেটরের কিছু অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। 

লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বলেন, দুর্ঘটনায় সিফাত হোসেন নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

নোয়াখালীতে বিআরটিসির ডিপোতে দুটি দোতলা বাসে আগুন

তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে গিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর কবিরহাটে যুবককে কুপিয়ে হত্যা

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

হাতিয়ায় অজ্ঞান পার্টির প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

আমনের বাম্পার ফলনে হাতিয়ার চরাঞ্চলের কৃষকের মুখে হাসি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের ২ মামলা