হোম > সারা দেশ > নোয়াখালী

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সিফাত হোসেন (২৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন বেশ কয়েকজন যাত্রী । গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সিফাত হোসেন (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রম করেছিল। এ সময় একটি এক্সকাভেটর (খননযন্ত্র) নিয়ে একই দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সকাভেটর বহন করা ট্রাক্টরটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় এক্সকাভেটরের কিছু অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। 

লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বলেন, দুর্ঘটনায় সিফাত হোসেন নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা