হোম > সারা দেশ > নোয়াখালী

শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে তানজিনা খানম নিপু (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে লাউতলী গ্রামের নাজির আলী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নিপু ওই বাড়ির ওমান প্রবাসী ইয়াছিন মাহমুদ রুবেলের স্ত্রী ও সেনবাগ উপজেলার কাবলিপুরের সেনবাগ রাস্তার মাথা এলাকার পাঠান বাড়ির সাখায়েত উল্যাহ খানের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। 

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকে নিপু ও তাঁর স্বামী রুবেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তাঁদের সংসারে ৫ বছর ও ২ বছর বয়সী দুটি সন্তানও রয়েছে। আজ সকালে শাশুড়ি ও সন্তানদের অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় নিপু। পরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে নিপুকে উদ্ধার করে। পরে তাঁকে ছমিরমুন্সি বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক নিপুকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিপুর শ্বশুরবাড়ি থেকে ঘটনাটি আত্মহত্যা বলে জানানো হয়েছে। তবে তাঁর বাবার বাড়ি থেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। 

উপপরিদর্শক আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত