হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাছধরা নৌকা ডুবে যুবক নিখোঁজ, ৬ জন জীবিত উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বালুবাহী বলগেটের ধাক্কায় মাছধরা নৌকা ডুবে মৃদুল চন্দ্র দাস (২৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মৃদুল নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরি বন্ধু দাসের ছেলে।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা বলেন, রাতে তাঁরা বিহুন্দী জাল বসানোর জন্য নদীতে অবস্থান করছিলেন। এ সময় পশ্চিম দিক থেকে আসা বলগেটটি তাঁদের নৌকাকে ধাক্কা দেয়। তাতে তাঁদের নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা সাত মাঝি-মাল্লার মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়। অন্ধকারে তাৎক্ষণিকভাবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজে জেলের খোঁজে আজ সোমবার সকাল থেকে স্বজনেরা নদীতে তল্লাশি চালাচ্ছে। নৌ-পুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।

এ ব্যাপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌ-পুলিশের একটি দল। নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ধাক্কা দেওয়া বলগেটটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের