নোয়াখালী জেলার চাটখিলের পূর্ব পরকোট গ্রামের বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—হায়াতের নেছা (৮০) এবং একই বাড়ির হাছানের ছেলে জিহাদুল ইসলাম (৭)। হায়াতের নেছা জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে কাজ করে বিদ্যুতের লাইন বন্ধ না করে চলে যায়। এতে মাঠে ছেঁড়া তারে জড়িয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।
এই ব্যাপারে চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, এ ব্যাপারে জানছি। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।