হোম > সারা দেশ > নোয়াখালী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্পনগরী এলাকায় তেলবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফাতেমা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন তাঁর স্বামী আবু জাহের সুমন (৩২)। এ সময় ঘটনাস্থল থেকে তেলের গাড়িটি আটক করা হলেও পালিয়ে যান চালক। 

নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের আবু জাহের সুমনের স্ত্রী। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলার সোনাইমুড়ী উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন ফাতেমা ও সুমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-নোয়াখালী সড়কের চৌমুহনী চৌরাস্তাসংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন সুমন ও ফাতেমা। এ সময় তেলের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তেলের গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন