হোম > সারা দেশ > নোয়াখালী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্পনগরী এলাকায় তেলবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফাতেমা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন তাঁর স্বামী আবু জাহের সুমন (৩২)। এ সময় ঘটনাস্থল থেকে তেলের গাড়িটি আটক করা হলেও পালিয়ে যান চালক। 

নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের আবু জাহের সুমনের স্ত্রী। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলার সোনাইমুড়ী উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন ফাতেমা ও সুমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-নোয়াখালী সড়কের চৌমুহনী চৌরাস্তাসংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন সুমন ও ফাতেমা। এ সময় তেলের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তেলের গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের