হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অবরোধের সমর্থনে মিছিল, বাস ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি ও সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে নোয়াখালীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থকেরা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে দূরপাল্লার বাস। এতে বাসে থাকা একজন যাত্রী আহত হয়েছেন। 

আজ রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের সোনাপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ‘একুশে পরিবহন’ নামে একটি বাস ছেড়ে আসে। বাসটি মাইজদী নোয়া কনভেনশন হলের সামনে পৌঁছালে এতে হামলা চালায় অবরোধ সমর্থকেরা। এ সময় তাদের হামলায় বাসে থাকা ২৬ জন যাত্রীর মধ্যে একজন আহত হন, ভাঙচুর করা হয় বাসটির গ্লাস। 

এদিকে অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল ও পিকেটিং করার চেষ্টা করে হরতাল সমর্থকেরা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। 

এ ছাড়া বিএনপি ও সমমনা দলের অবরোধ চললেও এর তেমন কোনো প্রভাব পড়েনি নোয়াখালীতে। সকাল থেকে জেলার প্রতিটি আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ ঘিরে সব ধরনের সহিংসতা এড়াতে ও পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র‍্যাবের একাধিক দল টহলে রয়েছে। 

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়কের পাশ থেকে চলন্ত গাড়িতে ঢিল মারে পিকেটাররা। আহত যাত্রীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা