হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে নির্বাচনের ফল ঘোষণার সময় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচন শেষে ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডোমার থানায় ওই মামলা দায়ের হয়। মামলায় অজ্ঞাতনামা ৫০০–৭০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোট রাউতা ফরেস্ট পাড়া গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে মো. আবু সুফিয়ান (৪০), বড় রাউতা থানাপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. রাকিউল ইসলাম (৪০), পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া গ্রামের আনছার আলীর ছেলে রিমুন ইসলাম (২৪), মেলা ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. হারুন অর রশিদ (৩০) ও চিলাই পাগলা বাজারের মৃত নুরুল হকের ছেলে মো. দুলু (৩৮)। 

গতকাল বুধবার নির্বাচন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণার সময় ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ফলাফল ঘোষণা কার্যক্রম সাময়িক স্থগিত থাকে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত ১১টার দিকে ফল ঘোষণা করা হয়। 

ঘোষণার পর আবারও দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শুরু হলে রাত ১২টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি মোকাবিলায় ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে ফল ঘোষণার কার্যক্রম চলছিল। এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদের পক্ষের শতাধিক লোকজন পরাজয় বুঝতে পেরে লাঠি সোঁটা নিয়ে কন্ট্রোল রুমে প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই হামলায় প্রার্থীর পরিবারের লোকজনও ছিল বলে জানান অনেকে। 

এ বিষয়ে নির্বাচনে বিজয়ী টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারহানা আক্তার সুমি অভিযোগ করে বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদের ছোট ভাই ডনের নেতৃত্বে শতাধিক লোকজন লাঠিসোটা হাতে কন্ট্রোল রুমে অতর্কিত হামলা চালায়। এ সময় চেয়ার-টেবিল আসবাবপত্র ও জানালা দরজা ভাঙচুর করে। এ নির্বাচন মানেন না বলেও তাঁরা স্লোগান দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে তাঁরা উপজেলা পরিষদের সামনের গেটে অবস্থান নেন। এর পর থেকে দফায় দফায় সংঘর্ষ চলে পুলিশের সঙ্গে’। 

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার দুপুরে আনারস প্রতীকের প্রার্থী মো. তোফায়েল আহমেদের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি। 

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, রাতের ওই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ডোমার উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনের নামে মামলা দায়ের করেছেন। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন আলী বলেন, এ ঘটনায় ডোমার নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনের নামে মামলা করেছেন। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত