হোম > সারা দেশ > নীলফামারী

সহিংসতার মামলায় নীলফামারীতে ১৬–১৭ বছর বয়সী ৩ শিক্ষার্থীর জামিন

নীলফামারী প্রতিনিধি

কোটাসংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় নীলফামারীতে তিনজন শিক্ষার্থী জামিন পেয়েছে। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

আদালতে তাদের আইনজীবী মো. নূর আসাদুজ্জামান ও মো. জুলফিকার আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তারা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে ওই তিনজনের পরিবার তাদের সন্তান অপ্রাপ্ত বয়স্ক দাবি করে ২৫ জুলাই নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ জামিনের আবেদন করে। আজ ওই আবেদন শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।’ 

শিক্ষার্থী হলো–সদর উপজেলার হারোয়া বাশিহারা গ্রামের মো. সম্রাট আলীর ছেলে মো. নিবির ইসলাম (১৬), ইটাখোলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে মামুন ইসলাম (১৭) ও একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মো. মাহবুল ইসলামের ছেলে মিম ইসলাম (১৭)। 

এর মধ্যে নিবির ইসলাম নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। অপরদিকে মামুন ইসলাম ও মিম ইসলাম এবার এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে। 

গত ১৮ জুলাই নীলফামারীতে কোটাসংস্কার আন্দোলনকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়, চৌরঙ্গী মোড়ে ট্রাফিক পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ওই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। 

ঘটনায় পরদিন (১৯ জুলাই) সদর থানার এসআই মো. বেলাল হোসেন বাদী হয়ে ১৬ জন নামীয়সহ অজ্ঞাত দুই হাজারের অধিককে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বেশির ভাগের বয়স দেখানো হয়েছে ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন