হোম > সারা দেশ > নীলফামারী

পুনর্বাসনসহ ৪ দাবি উর্দুভাষী জনগোষ্ঠীর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অনশন ধর্মঘট পালন করেন ২৩টি ক্যাম্পের কয়েকশত উর্দুভাষী নারী-পুরুষ। ছবি: আজকের পত্রিকা

চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন ২৩টি ক্যাম্পের কয়েক শ উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চার দফা দাবি হলো—

১. সরকারিভাবে পুনর্বাসন।

২. বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ।

৩. রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ।

৪. বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ।

অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর এবং নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম।

অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু এবং সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।

আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করছিল। কিন্তু পুনর্বাসন না করেই একসময় এসব সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিস্থিতিতে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার