হোম > সারা দেশ > নরসিংদী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে কাভার্ড ভ্যানচাপায় সোহাগ মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরুর বাজারসংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। সোহাগ মিয়া নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান এসএসসি পরীক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে মনোহরদী বাসস্ট্যান্ডসংলগ্ন গরুর বাজারসংলগ্ন স্থানে তাঁর সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাপায় পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সোহাগের মৃত্যু হয়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেন। 

খবর পেয়ে মনোহরদী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার