হোম > সারা দেশ > নরসিংদী

তালা ভেঙে দোকানে চুরির পর নতুন তালা লাগিয়ে গেল চোর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা পৌর শহরের একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৩০০টির বেশি স্মার্টফোন ও নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকানমালিকের।

গতকাল বৃহস্পতিবার রাতে রায়পুরা বাজারে গ্যালাক্সি টেলিকম ও মোবাইল সার্ভিসিং সেন্টারে এ চুরির ঘটনা ঘটে। পরে চোরেরা পুরনো তালা ভেঙে নতুন তালা দোকানে লাগিয়ে যান।

দোকানমালিক অহিদুজ্জামান অহিদ জানান, তিনিসহ কর্মচারীরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখতে পান দুটি শাটারের একটিতে নতুন তালা লাগানো। পরে বিষয়টি তাঁকে জানানো হয়। পরে তিনি অপর শাটারের তালা খুলে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০০ স্মার্টফোন, নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়ে গেছে। চুরি শেষে শাটারের নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা। এদিকে দোকান ও ইসলামী ব্যাংকের সিসিটিভিগুলো উল্টো করে ঘুরিয়ে রেখে যায় তারা।

তিনি আরও জানান, সকালে রায়পুরা থানার পুলিশ দোকান পরিদর্শন করেছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বাজারের নৈশপ্রহরী বাদল মিয়া জানান, রাতে মোবাইল দোকানটির পাশের গলিতে পাহারা দিচ্ছিলেন তিনি। রাতে ঘুরে দেখে গেছেন শাটারের তালা ঠিকঠাক আছে। তবে চুরি কোন সময় হয়েছে এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।

রায়পুরা বাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, বাজারের নৈশপ্রহরী ছাড়াও পাশের ইসলামী ব্যাংকের দুজন পাহারাদার ছিলেন। তারপরও কীভাবে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটল, বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আফসান আল আলম ও রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব আলম। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তাঁরা।

নরসিংদীতে তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা