হোম > সারা দেশ > নরসিংদী

এক বছরেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে স্থানীয়রা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাঁচা সড়ক পাকাকরণের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। উপজেলার শুকুন্দী ইউনিয়নের উত্তর নারান্দী মাটির বাসন রেস্টুরেন্টের কাছ থেকে সুতালরীকান্দা সংযোগ সড়কের উত্তর নারান্দী ঈদগাহ পর্যন্ত ৫০০ মিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। 

স্থানীয়রা জানান, এক বছরেরও বেশি সময় আগে এই সড়কের কাজের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত সড়কের কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। দোয়েল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কাজের দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সড়কে বক্স কেটে বালু ও ইটের খোয়া ফেলা হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। এখন এই সড়ক দিয়ে এলাকার মানুষ খুবই কষ্ট করে চলাচল করছে। এবারের ঈদুল ফিতরের নামাজ আদায় করতেও সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে যেতে হয়েছে। এমনকি আশপাশের জমির ধান কেটে নিয়ে যেতেও কষ্ট হয়েছে। 

স্থানীয় মো. তোফাজ্জল হোসেন নামে একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে সড়কের কাজ শুরু হলেও এখনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে। এই সড়কের অনেক জায়গা ভেঙে পড়ে গেছে। এর জন্য এলাকার মানুষকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

একই গ্রামের পঞ্চাশোর্ধ্ব কফিল উদ্দিন ওই সড়ক দিয়ে সাইকেল নিয়ে হেঁটে নারান্দী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মুচকি হেসে বলেন, ‘আমরা কইলে তো দোষ হইবে। কোন মানুষ যে এই সড়কের কাম পাইছে তা আল্লায় ভালো জানে।’ 

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

মনোহরদী উপজেলা প্রকৌশলী মো. মীর মাহিদুল ইসলাম বলেন, ‘সড়কটির নির্মাণকাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আশা করছি, ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ করবে।’ 

নরসিংদীতে তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা