হোম > সারা দেশ > নরসিংদী

টাকা নিয়ে শাখা পরিচালক উধাও: কর্তৃপক্ষের ‘চাপে’ ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিংয়ের কয়েক কোটি টাকা নিয়ে এক শাখা পরিচালক উধাও হওয়ার পর কর্তৃপক্ষ ‘চাপ’ সৃষ্টি করে। এরপর গত শনিবার বিষ পান করেন এরিয়া ম্যানেজার আব্দুল কাইয়ুম (৪৫)। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাইয়ুম উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। ডাচ্-বাংলা ব্যাংকের রায়পুরার ৩০টি এজেন্ট শাখা তাঁর অধীনে ছিল। টাকা নিয়ে উধাও শহিদুল ইসলাম লিটন উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

কাইয়ুমের স্ত্রী আমেনা বেগম বলেন, উপজেলার আলগী বাজারের সততা এন্টারপ্রাইজ নামে এজেন্ট ব্যাংকের কার্যালয়ে গত বৃহস্পতিবার তালা লাগিয়ে পালিয়ে যান শাখা পরিচালক লিটন। এর পর থেকেই কাইয়ুমের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করেন ব্যাংকটির আরএম রেদোয়ান মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সিএসবিও আনোয়ার ফারুক তালুকদার।

তাঁরা কাইয়ুমকে ডেকে নিয়ে গ্রাহকদের সব টাকা পরিশোধ করতে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেন। সেই চাপ সইতে না পেরে তিনি শনিবার সকালে বিষ পান করেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

অভিযুক্ত আরএম রেদোয়ানের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ডাচ্-বাংলা ব্যাংক নরসিংদীর ম্যানেজার ইনচার্জ মো. আনিসুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হেড অফিসে যোগাযোগের পরামর্শ দেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। টাকা নিয়ে উধাও হওয়ার ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান তিনি।

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ফাটলের মাটির নমুনা সংগ্রহ