হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় রেললাইনের পাশ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে কিরণ মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের খানাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কিরণ মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর কান্দাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। গতকাল সোমবার বিকেলে অটোরিকশা ছাড়াই বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পায়নি। আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের অদূরে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজনেরা খবর পেয়ে লাশ শনাক্ত করে পুলিশকে জানায়।

কিরণের মা নিলুফা বেগম বলেন, ‘১৫ দিন আগে পাশের শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে দুর্বৃত্তরা মারধর করে কিরণের অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে একটি রিকশা ভাড়া নিয়ে চালাত সে। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে রেললাইন থেকে ছেলের লাশ পাই।’

নিলুফা বেগম বলেন, হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত কিরণের মাথা ও অণ্ডকোষে আঘাত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ