হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে রেলের জমি থেকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শহরের বাসাইল এলাকায় আজ বুধবার রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে রেলওয়ের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার তৃতীয় দিনের মতো এই অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশীনগর রেলক্রসিং এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধা পাকা ও টিনশেড ঘর, দোকানপাটসহ অস্থায়ী সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ ও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও মহল দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে ও পুরাতন মদনগঞ্জ রেলপথের পাশের রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলে। রেলওয়ে কর্তৃপক্ষ দফায় দফায় এসব স্থাপনা উচ্ছেদ করলেও ফের স্থাপনা গড়ে তোলা হয়। এতে রেলওয়ের পাশের সড়কগুলো সরু হয়ে চলাচলে বিঘ্ন ও সৌন্দর্য নষ্ট হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, একাধিক নোটিশ ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রচার চালানোর পরও অনেকে তা মানেননি। এ জন্য অভিযান চালানো হয়। এ পর্যন্ত তিন দিন ধরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান