হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এর আগে বেলা ২টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, নিহত কিশোরের বয়স ১০-১২ বছর হবে। তার পড়নে ছিল পায়জামা-পাঞ্জাবি। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় কিশোর মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিল। এতে ট্রেনের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মেথিকান্দা রেলস্টেশন স্টেশন মাস্টার রেজুয়ান আহমেদ বলেন, বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিও চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার