হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এর আগে বেলা ২টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, নিহত কিশোরের বয়স ১০-১২ বছর হবে। তার পড়নে ছিল পায়জামা-পাঞ্জাবি। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় কিশোর মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিল। এতে ট্রেনের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মেথিকান্দা রেলস্টেশন স্টেশন মাস্টার রেজুয়ান আহমেদ বলেন, বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিও চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান