হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ইট তৈরির কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ জন ঢামেকে 

ঢামেক ও রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানিতে ইট তৈরি ও টায়ার পুড়িয়ে অবৈধভাবে অপরিশোধিত বিটুমিন উৎপাদনের সময় বয়লার বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আজ রোববার সকালে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ প্রত্যেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন। এর মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। 

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটলেও গতকাল শনিবার বিষয়টি জানাজানি হয়। 

বিস্ফোরণে দগ্ধরা হলেন—মাসুদ (২৬), আকাশ মিয়া (১৮), সুকান্ত চিচাম (২৪), লিংকন রিচিল (২০), শিরিল রংদি (২৭), বালসিং আরেং (২৪)। 

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশীদ আজকের পত্রিকাকে জানান, নরসিংদী থেকে আসা ছয়জন রোগীর মধ্যে বালসিংয়ের শরীর ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া সুকান্তের শরীর ২৪ শতাংশ, শিরিলের ৩০ শতাংশ, মাসুদের ৩৩ শতাংশ, আকাশের শরীর ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। লিংকনের শরীরে ২ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেড নামের ওই কোম্পানিতে পরিবেশবান্ধব ইট তৈরির পাশাপাশি টায়ার পুড়িয়ে সড়ক কার্পেটিংয়ে ব্যবহারের জন্য অবৈধ বিটুমিন উৎপাদন করা হতো। টায়ার পুড়িয়ে পাউডার-জাতীয় পদার্থ উৎপাদন করে পরে তা প্রক্রিয়াজাত করে বিটুমিনে রূপান্তরিত করা হয়। গতকাল বিকেলে বয়লারের পাশে একটি ক্রেন বসানো হচ্ছিল। সেখানে ওয়েল্ডিং মেশিনে ঝালাই দেওয়ার সময় আগুনের ফুলকি বয়লারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বয়লারের আশপাশে থাকা ছয়জন দগ্ধ হন। 

আরও জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে কোম্পানির লোকজন তাদের নিজস্ব গাড়িতে করে দগ্ধদের পার্শ্ববর্তী ভৈরবে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় রেফার করেন। 

 এ বিষয়ে কথা হয় ওই প্রতিষ্ঠানের দোভাষী সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছি। পরে কথা বলব।’ পরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর কল রিসিভ করেননি। 

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুলালকান্দি এলাকায় অবস্থিত চায়না কোম্পানিতে শুক্রবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছয়জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য কোম্পানির লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান।’ 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার