হোম > সারা দেশ > নরসিংদী

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

নরসিংদী প্রতিনিধি

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর আদালত এলাকায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) টিটুল হোসাইন আহত হয়েছেন। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহত এসআই টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার আসামি সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) রোববার গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে হাজির করার জন্য নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশে আদালত ভবনে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। আদালতে প্রবেশ করার সময় ৩ নম্বর গেটে আসামিদের ১০-১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে উপপরিদর্শক টিটুল হোসাইন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। একপর্যায়ে আদালতের অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ, গ্রেপ্তার দুজন গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি।

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০