হোম > সারা দেশ > নরসিংদী

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

নরসিংদী প্রতিনিধি

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর আদালত এলাকায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) টিটুল হোসাইন আহত হয়েছেন। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহত এসআই টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার আসামি সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) রোববার গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে হাজির করার জন্য নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশে আদালত ভবনে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। আদালতে প্রবেশ করার সময় ৩ নম্বর গেটে আসামিদের ১০-১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে উপপরিদর্শক টিটুল হোসাইন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। একপর্যায়ে আদালতের অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ, গ্রেপ্তার দুজন গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি।

নরসিংদীতে তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা