হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে মাদক কারবারির বাড়ি থেকে আরেক মাদক কারবারির মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার বাগহাটা টেকপাড়া থেকে মাদক কারবারির লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে এক মাদক কারবারির বাড়ি থেকে সাজিদ হোসেন (২২) নামে আরেক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামের মাদক কারবারি দুলালের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ হোসেনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, দুলাল ও তাঁর সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন শেষে হত্যা করে পালিয়ে যান। তাঁকে পাঁচ দিন ধরে নির্যাতন করেছে। তাঁকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। স্বজনদের কাছে টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিলেন। গতকাল রোববার তাঁর বাড়িতে গেলেও সাজিদকে দেখতে দেননি তাঁরা।

পুলিশের ধারণা, মাদক-সংক্রান্ত বিরোধের জেরেই তাঁরা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে যাঁদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তাঁরাও চিহ্নিত মাদক কারবারি। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক