হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ নৌকা ঘাটের পাশে মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। নিহত ওই ব্যক্তি রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মো. নুরু মিয়ার ছেলে ইউসুফ নবী (২৩)।

নিহতের বাবা নুরু মিয়া বলেন, ‘গত সোমবার নরসিংদী সদরের আলোকবালীর মুরাদনগরে পারিবারিকভাবে ললিত উদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে দেই। কিন্তু বিয়ের পরের দিন তাঁর লাশ কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মনে হয় ওই বাড়ির লোকজন আমার ছেলেকে খুন করে নদীতে ফেলে এভাবে নাটক সাজাচ্ছে। আমার ছেলে সাঁতার জানে। এভাবে নদীতে মরার কথা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করছি’।

নুরু মিয়া আরও জানান, এখনও মামলা করিনি। পরিবারের লোকজনের আলোচনা করে পরে সিদ্ধান্ত নিব।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত লাশের খবর পেয়ে নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালে আমরা তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। নিহতের অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তের কাজ শুরু করব।’

এর আগে গত মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়ের সায়দাবাদঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন মঙ্গলবার সন্ধ্যায় নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ মর্গে পাঠান। পরে রাতে অজ্ঞাত ওই যুবকের স্বজনরা খবর পেয়ে লাশ নাম পরিচয় শনাক্ত করেন বলে জানা গেছে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ