হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে চাকরি মেলায় ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শিবপুর উপজেলার শাষপুর এলাকায় আয়োজিত মেলায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। বেলা ৯টা থেকে শুরু হয়ে মেলা চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মেলায় মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭০০ চাকরিপ্রার্থী বাছাই করা হয়। এর মধ্যে ৩০০ জন প্রার্থীকে বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি দেওয়া হয়। মেলার মাধ্যমে চাকরি পেয়ে খুশি চাকরি প্রত্যাশীরা।

চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে নরসিংদী কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজিবসহ চেম্বার অব কমার্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত বলেন, ‘নরসিংদীর বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা প্রতি বছরই জব ফেয়ারের আয়োজন করি। এরই ধারাবাহিকতায় আজও আমরা এই আয়োজন করেছি। বেকারদের যেন কর্মসংস্থানের সুযোগ হয় এবং কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হয় এ জন্য আমাদের এই আয়োজন। আমরা চাকরি প্রত্যাশীদের এক মিলন মেলা তৈরি করেছি, যার মাধ্যমে নরসিংদীর বেকার যুব সমাজের কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রতিবছর আমাদের এই চাকরির মেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০