হোম > সারা দেশ > নরসিংদী

কারখানা থেকে আর বাড়ি ফেরা হলো না মাসুমের

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মাসুম সিকদার (২৭) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে। তিনি দেশবন্ধু পলিমার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তিনি কারখানা থেকে নাইট ডিউটি করে বাড়ি ফিরছিলেন। পরে স্থানীয়রা ট্রলিসহ চালক নাইম মোল্লাকে (২৪) পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি জানান, চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ট্রলিটি। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে দেশবন্ধু পলিমার ফ্যাক্টরি থেকে নাইট ডিউটি শেষ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মাসুম সিকদার। ফ্যাক্টরি থেকে ২০০ গজ সামনে বালিয়া মোড়ে পৌঁছালে পেছন থেকে দ্রুত একটি ট্রলি বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে তিনি ট্রলিটির চাকার নিচে পড়েন এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার