হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

সুমন মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে অটোরিকশায় যাওয়া নিয়ে বিতণ্ডার জেরে চালকের প্রতিবেশী সুমন মিয়াকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা আলম মিয়া (৫৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে এবং তিনিও পেশায় রাজমিস্ত্রি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তাঁর সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে যেতে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তাঁর অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক তাতে রাজি হন। তাতে সেখানে থাকা হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মুকুলকে দেখে নেওয়ার হুমকি দেন হিমেল ও তাঁর সহযোগীরা।

রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তাঁর সহযোগীরা। মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তাঁর ছেলে সুমন মিয়া। এ সময় তাঁদের মুকুলের লোকজন ভেবে কুপিয়ে জখম করে পালিয়ে যান অস্ত্রধারীরা। দুজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং তাঁর বাবা আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মুকুল মিয়া বলেন, ‘অটোরিকশা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হিমেল আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখানে থেকেই ফোনে ছুরি-ছেনি নিয়ে আসতে কাকে যেন বলছিলেন। রাতে তারা আমার বাড়ির সামনে দোকানে এলে আমাকে না পেয়ে ঘটনা জানতে এগিয়ে যাওয়া প্রতিবেশী বাবা-ছেলেকে কুপিয়ে হতাহত করে।’

সুমন মিয়ার মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটো ভাড়ার জেরেই এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক