হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ২ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতেরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরি সেবা থেকে কল পেয়ে ২টা ৮ মিনিটে সেখানে পৌঁছাই। পরে ঘটনাস্থলেই নিহত তিনজন এবং আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহত তিনজনই পুরুষ ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’ 

এ বিষয়ে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও পলাশ মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

তবে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার