হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ 

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: 

নরসিংদীর শিবপুরে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে নাঈম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম কারারচর বিসিক শিল্পনগরী এলাকার লিটন মিয়ার ছেলে। আহত সামির মোল্লা কারারচর গ্রামের শামীম মোল্লার ছেলে। 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিবপুর থেকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু কারারচরের বাড়িতে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় তাদের মোটরসাইকেল পৌঁছোলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম নামে একজন নিহত হয়। স্থানীয় লোকজন আহত সামির মোল্লাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, রাত ১০টার দিকে নসিমন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক