নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি বহনকারী হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
আটক হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসাপাড়ার দেওপুরে বসবাস করতেন।
সহকারী পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নওমি পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করা হয়। তাঁর ব্যাগ থেকে অত্যাধুনিক একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়।
আফসান আল আলম আরও বলেন, আটক আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব যাচাই-বাছাই করা হচ্ছে। এসংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছে।